সুনামগঞ্জ (১৩জানুয়ারী) : সিলেট-সুনামগঞ্জ মহাড়কের কাইতকোনা এলাকায় ট্রাকচাপায় ভাইবোনসহ ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূর্বপাগলা ইউনিয়নের রনশী গ্রামের তাহিজ মিয়া (৪৮), ইসকন্দর আলীর ছেলে সেলিম(৩০) ও তার ছোট বোন কল্পনা(২৫)।
আহতদের সিলেট ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম পারিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক মহাসড়কের কাইতকোনা এলাকায় একটি লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাহিজ মিয়া ও কল্পনা বেগম এবং সেলিমকে কৈতক হাসপাতালে নিলে সেখানে মারা যান।
নিউজরুম