বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃত মাহমুদুর রহমান

0
182
Print Friendly, PDF & Email

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনোত্তর সমাবেশে শিক্ষকরা বলেছেন, বিদেশী সংবাদ মাধ্যমে প্রকাশিত বিচারপতির স্কাইপি সংলাপ বস্তুনিষ্ঠভাবে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ করে পত্রিকার ভারপ্রাপ্ত মাহমুদুর রহমান কোন অন্যায় করেননিশুধুমাত্র আমার দেশ নয়, দেশের প্রতিটি গণমাধ্যমেরই উচিত ছিল জনগুরুত্বপুর্ণ ওই সংবাদটি প্রচার করাএ সংবাদের মাধ্যমে দেশের জনগণ ¯^াধীন বিচার বিভাগ ও বিচারকদের সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেপত্রিকাটি সব সময় দেশের ¯^াধীনতা ¯^ার্বভৌমত্বে পক্ষে ভূমিকা পালন করে যাচ্ছেএজন্য মাহমুদুর রহমান বর্তমান সময়ের বস্তুনিষ্ঠতা সাংবাদিকতার পথিকৃততার দায়িত্ব নেয়ার পর পত্রিকাটি পাঠকপ্রিয়তা অনলাইনে ৮০ লাখকেও ছাড়িয়েছেক্রমবর্ধনমান এ জনপ্রিয়তার জন্যই সরকার তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে

 

গতকাল রোববার মাহমুদুর রহমানকে হয়রানির প্রতিবাদ ও তার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রোদহসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকঠমেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা এসব কথা বলেনবেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়

 

রাবি পাঠকমেলার সমš^য়ক এরশাদুল বারী কর্ণেলর পরিচালনায় মানবন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন, ইবির সাবেক ভিসি ও রাবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর মু, রফিকুল ইসলাম, সাদা দলের আহবায়ক মু, আজহার আলী, পাঠকমেলার উপদেষ্টা ড. আব্দুর রহমান সিদ্দিকী, ড. হাবিবুর রহমান, দৈনিক আমার দেশর রাজশাহী অফিস প্রধান সরদার এম আনিছুর রহমান, অফিসার সমিতির সাধারণ সম্পাদক ডা. শামীম হোসেন চৌধুরী, রাবি প্রেসক্লাবের সভাপতি আজিবুল হক পার্থ, শ্রমিক দলের সহ-সভাপতি রুহুল আমিন, পাঠকমেলার সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম প্রমুখ

 

এসময় অন্যান্যের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, কলা অনুষদের ডিন ড. আব্দুল হাই তালুকদার, কৃষি অনুষদের ডিন ড. মো. আমিনুল হক, ড. মো. শামসুল আলম সরকার, ড. মো. এনামুল হক, সি এম মোস্তফা, ড. এফ নজরুল ইসলাম, ড. মো. নিজাম উদ্দিন, এবিএম শাজাহান, ড. গোলাম রাব্বনী মন্ডল, ড. মামুনুর রশিদ, ড. হাছানাত আলী, ড. ইফতিখারুল আলম মাসউদ, ড. শামসুজ্জোহা এছামী, ড. মোহাম্মদ আলী, যুবদল নেতা আলাউদ্দিন, শ্রমিক নেতা শুকুর আলী, শাজাহানসহ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, পাঠকমেলার সদস্য ও সাধারণ শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক মানুষ অংশ নেয়

 

বক্তারা আরও বলেন, এর আগেও সংবাদ প্রকাশের জের ধরে আমার দেশর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছেসম্পাদককে ১০ মাস কারাবরণ করতে হয়েছেকিন্তু গণমাধ্যম ও সাংবাদিকদের উপর অত্যাচার ও আক্রমন চালিয়ে কোন সরকার সফল হতে ও গনমাধ্যমের কণ্ঠরোধ করতে পারেনিবরং আক্রমণকারীরাই আস্তুাকুরে নিক্ষিপ্ত হয়েছেবক্তারা অবিল¤^ মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করে তাকে ও আমার দেশ কে নিয়ে ষড়যন্ত্রের পথ পরিহার করে মাহমুদুর রহমানের বাক¯^াধীনতা ও চলাফেলার ¯^াভাবিক পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহবান জানান

 

নিউজরুম

 

শেয়ার করুন