রাবি’র সেমিনারে বীরঙ্গনাদের পুনর্বাসন দাবি

0
180
Print Friendly, PDF & Email

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে ৭১র মুক্তিযুদ্ধের বীরঙ্গনায় ভূষিত নারীদের পুনর্বাসন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বক্তারাগতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে সংশ্লিষ্ট বিভাগের সম্মেলন কক্ষে ৭১র বর্ববরতা : মানবতার দাবিশীর্ষক সেমিনারে বক্তারা এ দাবি জানান

 

বিভাগের শিক্ষক প্রফেসর তাপস কুমার দাসের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ম্যাকেইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রফিকুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ আদালতের পাবলিক প্রসিকিউটর তাপস কান্তি বাউল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ ও প্রফেসর উম্মে ওয়ারা মিশুসেমিনারে ¯^াগত বক্তব্য দেন আইন অনুষদের অধিকর্তা বিশ্বজি চন্দ

 

সেমিনারে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময়কালে অসংখ্য মা-বোনকে ধর্ষন করা হয়েছে¯^াধীনতার ক্ষেত্রে তাদের অবদান কম নয়শুধুমাত্র ধর্ষন করলেই তারা বীরাঙ্গনা হতে পারে না যাদের শ্লীলতাহানী করা হয়েছে তারাও বীরাঙ্গনা¯^াধীনতা পরবর্তীকাল থেকে অনেক সরকারের পরিবর্তন হলেও বীরাঙ্গনাদের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নিএসময় বক্তারা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারেরও দাবি জানানএর আগে বিভাগের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়

 

 

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন