আলো-আঁধারের গল্প

0
171
Print Friendly, PDF & Email

(১৩ জানুয়ারী):ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ২১ থেকে ২৫ ডিসেম্বর ২০১২ পর্যন্ত হয়ে গেল নবীন চিত্রকর রফিকুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীপ্রদর্শনীর শিরোনাম আঁধারময়তার গল্পকথা২০০৭ সালে তাঁর প্রথম একক প্রদর্শনী হয় ঢাকার গুলশানের সাজু আর্ট গ্যালারিতেঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর করেছেন ২০০৯ সালে
রফিকুল তাঁর চিত্রকর্মের বিষয় হিসেবে বেছে নিয়েছেন মানবিক সম্পর্কের নানা দিক, যেমন প্রেম, বিরহ, স্নেহ, আলো-আঁধারএই প্রদর্শনীতে শিল্পীর ৭১টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছেজন্ম ও মৃত্যুর অপার রহস্যময়তা, আমাদের মনের ভেতরকার অতিপ্রাকৃত অনুভবকে তিনি তুলে ধরেছেন পরাবাস্তবতার আবহে
তাঁর চিত্রকর্ম সম্বন্ধে বরেণ্য শিল্পী মনিরুল ইসলামের মতামত হচ্ছে, ‘রফিকের বেশির ভাগ ছবি নৈর্ব্যক্তিক, কিছু কাজে অবজেক্ট থাকলেও তা ঠিক বাস্তবানুগ নয়ওর বেশির ভাগ ছবি আমার কাছে প্রকাশবাদী মনে হয়যেমন কাব্যময় পৃথিবীতে আদম ও হাওয়াপাহাড়ের রহস্যময়তা ও আকাশের ছন্দকে একত্রে সাফল্যের সঙ্গে প্রকাশ করেছেন রফিক তাঁররহস্যময় পাহাড়ছবিতেএর অপার রহস্যময়তা শিল্পীর একাকিত্বের বোধের সঙ্গে মিশে গেছেতাঁর পবিত্র আলোর রাতচিত্রকর্মে আমরা এমন এক আধ্যাত্মিকতার সন্ধান পাই, যেন তা কোনো মহামানবের আগমনের সঙ্গে সম্পর্কিতশূন্য স্মৃতির আবেগচিত্রকর্মে রঙের স্বল্প ব্যবহারে শিল্পী স্পেস সৃজনের ভালো দক্ষতা দেখিয়েছেন
কালো কাহিনির ভেতরএবং কালো রেখার গানসিরিজের কাজগুলোয় রেখার গতিময়তা, আলোছায়া ও রং প্রয়োগের দক্ষতা উপলব্ধি করা যায়একই চিত্রকর্মে এসবের প্রয়োগ সব সময় যথাযথভাবে করা বেশ কঠিন হলেও রফিক এ ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেনঅতিপ্রাকৃত চিন্তার কয়েকটি কাজ—‘এক স্বপ্নরাত’, ‘রহস্যময় নগর’, ‘নীরব নিসর্গের পথে’, ‘মধ্যরাতের অরণ্যপ্রভৃতিএখানে নগর জনমানবহীন, অরণ্যেও প্রাণীকুলের দেখা মেলে না যেন স্বপ্নময় অন্য এক ভুবনএই ছবিগুলো একেবারেই ভিন্ন ধাঁচেরবাংলাদেশের নিসর্গের রূপ, সেই সঙ্গে ফর্ম, রং এসব নিয়ে কিছু কাজ বেশ মজাদারপ্রকৃতির শব্দ’, ‘শব্দরহস্যএসব শিরোনামে আঁকা ছবিগুলোয় আমাদের প্রকৃতিকে তুলে ধরা হয়েছেচেনা প্রকৃতিকে শিল্পী চিত্রপটে উপস্থাপন করেছেন সহজ-সাবলীলভাবেএই সহজের সৌন্দর্য কিন্তু চিত্তাকর্ষকনবীন শিল্পী রফিক এই ধারাটি নিয়েও এগিয়ে যেতে পারেন

 

শেয়ার করুন