জলচর পাখিশুমারি

0
188
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(১৩ জানুয়ারী): ভোলায় গতকাল শনিবার থেকে জলচর পাখিশুমারি শুরু হয়েছে১৭ জানুয়ারি পর্যন্ত এই শুমারি চলবেপাখি গণনা করতে গতকাল ভোরে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ইলিশা ফেরিঘাট থেকে ছয় সদস্যের শুমারি দলের দুটি নৌকা ছেড়ে যায়দলটির নেতৃত্ব দিচ্ছেন পাখি পর্যবেক্ষক ইনাম আল হকদলে আরও আছেন ফরাসি পাখি পর্যবেক্ষক গুলভেন কের্গারিও, ফিনল্যান্ডের পাখিবিশেষজ্ঞ স্টেফান নপম্যান ও সারা এসকেলিনেন, পাখিবিদ মাজেদা হক, তারেক অনু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার ও প্রাণিবিদ মুশফিক আহমদসার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পাখি পর্যবেক্ষক ও এভারেস্টজয়ী এম এ মুহিত
পাখিশুমারি দলের প্রধান ইনাম আল হক প্রথম আলোকে জানান, ১৯৮৭ সাল থেকে প্রতিবছর জলচর পাখিশুমারি দল বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে পাখি গণনা করে আসছেভোলা অঞ্চলে প্রতিবছর ৪৫-৫০ প্রজাতির পরিযায়ী পাখি খাবারের সন্ধানে আসে, যা বাংলাদেশে আসা মোট পরিযায়ী পাখির ৬০ ভাগ

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন