কৃষি ডেস্ক(১৩ জানুয়ারী): চট্টগ্রামের কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। গতকালশনিবার নগরের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি।যানজট ও পরিবহনের খরচ বেড়ে যাওয়ার প্রভাবে কাঁচা মরিচের দাম দফায় দফায়বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে বাজারে শীতের সবজির দাম কমতেশুরু করলেও আবারও বেড়েছে আলুর দাম। নতুন আলুর সরবরাহ কম। দেশজুড়ে তীব্র শীতআর কুয়াশার কারণে আলু ও কাঁচা মরিচ পরিবহন কমে গেছে বলে ব্যবসায়ীরা জানান।গতকাল নগরের রিয়াজউদ্দিন বাজার, কর্ণফুলী ও পাহাড়তলী বাজার ঘুরে বাজারের এচিত্র পাওয়া যায়।
রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে কাঁচা মরিচেরকেজি ছিল ৭৫ থেকে ৮০ টাকা কেজি। খুচরা বাজারে এসে তা বেড়ে দাঁড়ায় ৮০ থেকে১০০ টাকা পর্যন্ত। পাহাড়তলী ও কর্ণফুলী বাজারে কাঁচা মরিচ বিক্রি হয় ৯০থেকে ১১০ টাকা কেজিতে। গত সপ্তাহে খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৭৫থেকে ৮০ টাকা। আর পাইকারি বাজারে বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকা কেজি মূল্যে।
দামবেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে পাহাড়তলী বাজারের পাইকারি বিক্রেতা মোহাম্মদবেলাল প্রথম আলোর কাছে দাবি করে বলেন, ‘ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপারীরাআমাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করছেন। আগে যেখানে যশোর থেকে চট্টগ্রামেট্রাকের পরিবহন খরচ ছিল ২২ হাজার টাকা, ডিজেলের দাম বাড়ার পরে তা হয়েছে২৮-৩০ হাজার টাকা।’ এ ছাড়া যানজটের কারণে সময়মতো মালামাল পৌঁছাতে দেরিহওয়ার কারণেও কাঁচা মরিচের দাম বাড়ছে বলে জানান।
জ্বালানি তথা ডিজেলেরদাম ৬১ থেকে বেড়ে ৬৮ টাকা হয়েছে। এই বৃদ্ধির হার ১১ শতাংশ। পণ্যবাহী গাড়িরভাড়া অনুরূপ হারে বাড়তে পারে। কিন্তু পরিবহনের ব্যবস্থায় নিয়ন্ত্রণ নাথাকায় গাড়ির চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করে নিচ্ছেন বলে অভিযোগওঠে। এতে ভোক্তাদের কেবল মূল্যবৃদ্ধির বোঝা নিতে হচ্ছে।
নিউজরুম