কৃষি ডেস্ক(১৩ জানুয়ারী): দেশের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোয় গত বছর শেষেকৃষকের ১০ টাকার ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় ৯৬ লাখে উন্নীত হয়েছে।
বাংলাদেশব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১২ সালের ২৭ ডিসেম্বরে এসেরাষ্ট্র মালিকানাধীন আটটি ব্যাংকে কৃষকের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে৯৫ লাখ ৮৮ হাজার ৯৩৩। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক হিসাব আছে বাংলাদেশকৃষি ব্যাংকে, যার সংখ্যা ২৫ লাখ। এরপর আছে সোনালী ব্যাংকে, যার সংখ্যা ২২লাখ ৪৮ হাজার।
কৃষকের ব্যাংক হিসাবসহ মুক্তিযোদ্ধা ও সামাজিক নিরাপত্তাকর্মসূচির আওতায় ভাতাভোগী, ক্ষুদ্র জীবন বিমাগ্রহীতা ও অন্যান্য ১০ টাকায়খোলা ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৫১ হাজার ১৬৬।
অন্যান্যেরমধ্যে রয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হতে অনুদানপ্রাপ্ত দুস্থব্যক্তি, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুবিধাভোগীশ্রমিক, আইলাদুর্গত ব্যক্তি ইত্যাদি।
প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বছর শেষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীর হিসাবের সংখ্যাদাঁড়িয়েছে ২৬ লাখ ২৩ হাজার ৮৮৬।
এ ছাড়া মুক্তিযোদ্ধার হিসাব এক লাখ নয়হাজার ৫৩৮, ক্ষুদ্র জীবন বিমাগ্রহীতা (১০০ টাকার হিসাব) আট হাজার ৩৫৫ ওঅন্যান্য ১০ টাকার হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৪৫৪।
নিউজরুম