স্মার্টফোনের কদর বাড়ছে

0
191
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৩ জানুয়ারী): ক্রেতাদের কাছে সস্তা দামের স্মার্টফোনের কদর ক্রমেই বাড়ছেআগামী তিন বছর স্মার্টফোনের কদর আরও বাড়বে বলেই এক খবরে জানিয়েছে বিবিসি
২০১৬ সাল নাগাদ বিশ্ব বাজারের ৩১ শতাংশই থাকবে সস্তা স্মার্টফোনের দখলেসম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন
সস্তা স্মার্টফোন প্রসঙ্গে আইএইচএসের গবেষকেরা বলেন, নকিয়ার তৈরি সাশ্রয়ী দামেরআশাসিরিজের স্মার্টফোন অধিক দামের উইন্ডোজ ফোন লুমিয়ার তুলনায় বেশি বিক্রি হচ্ছেগত বৃহস্পতিবার প্রকাশিত নকিয়ার তথ্য অনুযায়ী, ২০১২ সালের শেষ তিন মাসে আশা ও লুমিয়া মিলিয়ে ১৪০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে নকিয়াএর মধ্যে লুমিয়ার সংখ্যা মাত্র ৪৪ লাখ
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে সস্তা স্মার্টফোনের চাহিদা বাড়ছে বলেই অ্যাপলও হয়তো সস্তা আইফোন আনতে পারেঅ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়টি স্বীকার না করলেও প্রযুক্তি বিশ্লেষকেদের ধারণা, দ্রুত পরিকল্পনা বদলে ফেলবে অ্যাপল
আইএইচএসের প্রধান বিশ্লেষক ইয়ান ফগ এ প্রসঙ্গে জানিয়েছেন,‘হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনের চেয়ে এন্ট্রি লেভেল বা সস্তা দামের স্মার্টফোনের ব্যাপক পার্থক্য থাকেমূল পার্থক্য হচ্ছে দামেসস্তার স্মার্টফোন তাই জনপ্রিয় হচ্ছেএ ধরনের স্মার্টফোনে দুই-তিন বছর আগে ব্যবহূত প্রযুক্তির প্রসেসর, ছোটো স্ক্রিন, কম রেজুলেশন, দুর্বল ক্যামেরা ব্যবহার করা হয়এতে ইমেইল বা ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকে বটে কিন্তু গেম খেলা বা ইন্টারনেট ব্রাউজ করার জন্য হাই এন্ড স্মার্টফোনই ভালো
চলতি বছর ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় সাশ্রয়ী দামের স্মার্টফোন দেখিয়েছে জেডটিইফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর জেডটিই সাশ্রয়ী দামের স্মার্টফোন শিগগিরই বাজারে আসবে
বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০১২ সালে সস্তা দামের স্মার্টফোনের জন্য বাজার ছিল ভালোচলতি বছরেও তাই সাশ্রয়ী দামের স্মার্টফোন তৈরির দিকেই মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নজর দেওয়া উচিত

 

নিউজরুম

 

শেয়ার করুন