বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৩ জানুয়ারী): সম্প্রতি বাজারে এসেছে অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩। এঅ্যান্টিভাইরাসের নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে- ব্রাউজার ট্র্যাকিং ব্লকার, ক্লাউড প্রোটেকশন, ওয়েবসাইট সেফটি অ্যাডভাইজার, অ্যাডভান্সডঅ্যান্টিফিশিং, অ্যান্ড্রয়েড সিকিউরিটি এবং সামাজিক যোগাযোগ প্রতিরক্ষা।
অ্যান্টিভাইরাসটিতে আরও রয়েছে রিয়েল টাইম প্রোটেকশন, অ্যান্টি স্পাইওয়্যার, ভাইরাস শনাক্তকরণ ও ডেটা ব্যাকআপ সুবিধা।
জার্মানিতেতৈরি এ অ্যান্টিভাইরাসটির দাম এক হাজার ৯৯ টাকা। দেশের বাজারে অ্যাভিরাইন্টারনেট সিকিউরিটি ২০১৩ বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।
নিউজরুম