বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৩ জানুয়ারী): সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে ট্রানসেন্ড ব্র্যান্ডের জেট ফ্ল্যাশ ৩৬০মডেলের নতুন তিনটি পেনড্রাইভ। এ পেনড্রাইভের জন্য ক্যাপ বা ঢাকনার প্রয়োজনপড়ে না।
৪.৩ গ্রাম ওজনের এই পেনড্রাইভ ইউএসবি টু ও ইউএসবি থ্রি উভয়পোর্ট সমর্থন করে। ৪৫ মিলিমিটার পুরু পেনড্রাইভ দৈর্ঘ্যে ১৮. ৩ মিলিমিটার ওপ্রস্থে ৭.৫ মিলিমিটার।
ট্রানসেন্ডের ব্র্যান্ডের জেট ফ্ল্যাশ ৩৬০মডেলের ৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার পেন ড্রাইভের দাম পড়বে ৬০০ টাকা, ১৬গিগাবাইটের দাম পড়বে এক হাজার টাকা ও ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার পেনড্রাইভের দাম পড়বে দুই হাজার টাকা।
বাংলাদেশের বাজারে নতুন এ তিনটি পেনড্রাইভ এনেছে কম্পিউটার সোর্স।
নিউজরুম