বিনোদন ডেস্ক(১৩ জানুয়ারী): আসছে উডি অ্যালেনের নতুন ছবি, নাম ঠিক হয়েছে ব্লু জেসমিন। এতে অভিনয় করছেনঅ্যালেক বল্ডউইন, কেট ব্লাঁশেট প্রমুখ। নিউইয়র্ক শহরের ফ্যাশনেবল একগৃহবধূকে ঘিরে এগোবে ছবির কাহিনি।
২০১১ সালে মুক্তি পাওয়া মিডনাইট ইনপ্যারিস ছবির জন্য সেরা চিত্রনাট্য বিভাগে অস্কার জিতেছিলেন উডি অ্যালেন।এরপর বেরিয়েছে টু রোম উইথ লাভ ছবিটি। দারুণ ব্যবসাসফল এই ছবিতেও অভিনয়করেছিলেন অ্যালেক বল্ডউইন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
নিউজরুম