বিনোদন ডেস্ক(১৩ জানুয়ারী): নজর-কাড়া সৌন্দর্য, সুনিপুণ অভিনয় দক্ষতা আর নিবেদিতপ্রাণ প্রেমিকাহিসেবে কারিনা কাপুর খানের সুখ্যাতি আছে। কিন্তু তিনি যে চমত্কার রাঁধতেওপারেন—এ তথ্যটা খুব কম মানুষই জানতেন। সম্প্রতি কারিনার সেই অপ্রকাশিতগুণের খবর জানিয়েছে জিনিউজব্যুরো।
নিজেকে ভালো রাঁধুনি বলেই মনে করেনকারিনা। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের একটি বোর্ডিং স্কুলে পড়ার সময়রান্নার এই দক্ষতা তিনি অর্জন করেছিলেন। রন্ধন শিল্পে কারিনার সেইমুন্সিয়ানার সুফল এখন ভোগ করছেন সাইফ আলী খান। বিয়ের পর কারিনার হাতেমজার মজার সব রান্না খেয়ে দিন পার করছেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতাসাইফ। একেই বুঝি বলে ‘রাজ-ভাগ্য’!
কথায় আছে, পুরুষ মানুষের পাকস্থলীরপথ বেয়েই মনের ঘরে ঢুকতে হয়। বিষয়টি সম্ভবত খুব ভালো করেই জানা আছেকারিনার। আর তাইতো ইউরোপে মধুচন্দ্রিমায় গিয়ে হেঁশেলে ব্যস্ত সময় কাটাতেদেখা গেছে কারিনাকে।
সম্প্রতি রন্ধনরত অবস্থায় কারিনার একটি ছবিও প্রকাশিত হয়েছে। ছবিটিতে দেখা গেছে, একসঙ্গে তিন পদের রান্না নিয়ে দারুণ ব্যস্ত তিনি।
নিউজরুম