বিনোদন ডেস্ক(১৩ জানুয়ারী):সারিকা, বেশ কয়েক দিন ধরেই আপনাকে ফোন করছি…
আমি তো দেশে ছিলাম না। পরিবারের সবার সঙ্গে শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলাম।ইংরেজি নতুন বছরটাও সেখানে উদ্যাপন করেছি। ফিরেছি গত সপ্তাহে।
তাহলে তো ভালোই বেড়ালেন?
তা অবশ্য বলতে পারেন। এবারই প্রথম শ্রীলঙ্কায় গেলাম। যাওয়ার আগে অনেকের কাছে শুনেছি, সেখানে নাকি খাবারের সমস্যা হয়। কিন্তু আমার তেমন কিছুই মনে হয়নি।
শুধুই কি খাওয়াদাওয়া আর ঘোরাফেরা?
না না। কেনাকাটাও করেছি। সেখানে জিনিসপত্রের দামও অনেক কম মনে হয়েছে। পাশাপাশি খাবারের দামও।
তার মানে নতুন বছরের কাজকর্ম তো শুরু করতে পারেননি?
না। এখনো পারিনি। রোববার (আজ) থেকে শুটিং শুরু করছি। নতুন বছরের প্রথম শুটিং। নাটকের নাম শেষ পর্ব।
ইদানীং পর্দায় কম দেখা যাচ্ছে…
মাঝে কিছুদিন বিরতি ছিল। এখন আবার শুটিং শুরু করছি। তবে এ বছর চলচ্চিত্রে অভিনয় করব ভেবে আপাতত নাটক বেশি করছি না।
এ বছর চলচ্চিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিলেন কেন?
আমার কাছে মনে হয়েছে, চলচ্চিত্রে অভিনয়ের এখনই সঠিক সময়।
আপনাকে নাকি শুটিংয়ের সেটে সময়মতো পাওয়া যায় না। ফোনও নাকি ধরেন না?
নতুন বছরে নতুনভাবে সবকিছু শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। কিছু অনিয়ম ছিল, সেগুলো শুধরে নিচ্ছি।
নিউজরুম