ভাগ্যের ছোঁয়া একটু বেশিই পেয়েছে চেলসি

0
185
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১৩ জানুয়ারী): জিততে হলে ভাগ্যও লাগেতা গতকাল ভাগ্যের ছোঁয়া একটু বেশিই পেয়েছে চেলসিস্টোক সিটির বিপক্ষে তাদের ৪-০ গোলের জয়টি যে এসেছে ভাগ্যের চাকায় চড়েইনিজেদের মাঠে সমান তালেই খেলছিল স্টোক৪৫ মিনিট পর্যন্ত চেলসিকে আটকেওরেখেছিলকিন্তু এর পরই ঘটে বিপত্তিদুই দুটি আত্মঘাতী গোল খেয়ে বসেস্টোক
প্রথমার্ধের যোগ করা সময়ে এবং ৬২ মিনিটেদুবারই নিজেদের জালে বলজড়িয়ে দেন জোহাথন ওয়াল্টার্সগোল না করেও চেলসি এগিয়ে যায় ২-০তে! ৬৫মিনিটে পেনাল্টি থেকে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড করেন ৩-০৭৩ মিনিটে ইডেনহ্যাজার্ডে করেন ৪-০ম্যাচের শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলস্টোকওকিন্তু স্টোকের তো বটেই; ভাগ্যদেবী কাল বড়প্রতিপক্ষ ছিলওয়াল্টার্সেরনয়তো, দুটি আত্মঘাতী গোলে খলনায়ক বনে যাওয়া ওয়াল্টার্সেরপেনাল্টি শটটি কেন বারে লেগে আরও উঁচুতে দিয়ে চলে যাবে!
নাটকীয়তা হয়েছেরিডিং-ওয়েস্টব্রম ম্যাচেও৮২ মিনিট পর্যন্তও ২-০তে পিছিয়ে থাকা রিডিং মাঠছেড়েছে ৩-২ গোলের জয় নিয়েটটেনহাম গোলশূন্য ড্র করেছে কিউপিআরের সঙ্গে

 

নিউজরুম

 

শেয়ার করুন