স্পোর্টস ডেস্ক(১৩ জানুয়ারী): পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগ-পিএসএলেখেলতে চান ভারতীয় ক্রিকেটাররা। মোট চারজন ভারতীয় ক্রিকেটার নাকি আইপিএল, বিপিএলের আদলে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় খেলার জন্য ইতিমধ্যেই পিসিবিবরাবর আবেদনপত্র পাঠিয়েছেন। পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এককর্মকর্তার বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘দ্যনেশন’। পত্রিকাটি আরও জানিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশেরশীর্ষ ক্রিকেটাররাও নাকি পিএসএলে খেলার ব্যাপারে দারুণ আগ্রহী।
পিসিবিরওই কর্মকর্তা ‘দ্য নেশন’কে জানিয়েছেন, নিরাপত্তার অজুহাত তুলে ভারত ওবাংলাদেশের ক্রিকেট বোর্ড পাকিস্তানে জাতীয় দল পাঠানোর ব্যাপারে অনাগ্রহীহলেও বেশ কয়েকজন ভারতীয় ও বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে খেলার ইচ্ছা পোষণকরে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
নিউজরুম