ঢাকা (১২জানুয়ারী) : বাহরাইনের রাজধানী মানামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ‘১০ জনই বাংলাদেশি’ নাগরিক বলে জানা গেছে। শুক্রবার মানামাভিত্তিক দৈনিক গাল্ফ ডেইলি নিউজ এ খবর প্রকাশ করেছে।
দৈনিকটি জানিয়েছে, ভবনটির প্রতিটি কক্ষে ৭ থেকে ১০ জন শ্রমিক থাকত। বৃহস্পতিবার স্থানীয় সময় ৪টায় মুখারকা অঞ্চলের ব্যাচেলর ভবনে এ ঘটনা ঘটে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বাহিনীর কর্র্মীরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে ‘ফ্রি ভিসা’ সুবিধা পাওয়া শ্রমিকরা ভবনটিতে থাকতেন। দেশটির প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। তিনি সব ধরনের সহায়তা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
নিউজরুম