আর্ন্তজাতিক ডেস্ক(১২ জানুয়ারী): কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীরমধ্যে গোলাগুলির ঘটনায় এবার পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলবকরেছে ইসলামাবাদ।
ভারতীয় সেনাবাহিনীর হাতে গত বৃহস্পতিবার পাকিস্তানেরআরেকজন সেনাসদস্যকে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার ভারতের হাইকমিশনারকেতলব করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোয়াজ্জেমআহমেদ খান জানান, নিয়ন্ত্রণরেখায় গুলি চালানোর প্রতিবাদ জানাতে ভারতীয়হাইকমিশনারকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয়সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালিয়ে পাকিস্তানের ওই সেনাকে হত্যা করে।
এনিয়ে গত পাঁচ দিনে সীমান্ত এলাকায় উভয় দেশের পক্ষ থেকে তিনটি হামলার ঘটনায়চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সর্বপ্রথম গত রোববার ভারতীয় সেনাবাহিনীনিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের এক সেনাকে হত্যা করে। এরপর মঙ্গলবারপাকিস্তানের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়।
সীমান্তে গুলির ঘটনায়পাকিস্তানকে দায়ী করে গত বুধবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকেতলব করে নয়াদিল্লি। তারা একে ‘চরম উসকানিমূলক’ বলেও আখ্যা দেয়।
ভারতের স্বার্থরক্ষায় সবকিছু করা হবে:
ভারতেরপ্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, দেশ ও সেনাবাহিনীরস্বার্থরক্ষায় সম্ভাব্য সবকিছু করা হবে। জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতিলঙ্ঘনের ঘটনাকে ‘খুবই উদ্বেগজনক’ মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গেসীমান্ত এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।
গতকাল নয়াদিল্লিতেসাংবাদিকদের এ কথা বলেন অ্যান্টনি। তিনি বলেন, ‘ভারত এবং ভারতীয়সেনাবাহিনীর স্বার্থ ও তাদের মর্যাদা রক্ষায় আমরা সবকিছু করব।’
সীমান্তেনিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের দুই সেনাসদস্যকেহত্যার তিন দিনের মাথায় এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন অ্যান্টনি। তিনি বলেন, ‘আমরা সীমান্ত এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আমাদের জনগণসতর্ক রয়েছে।’
সীমান্তে ফের গোলাগুলি: ভারত গতকাল শুক্রবার জানিয়েছে, ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা গতকাল শুক্রবার বিকেলেআবার গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় সেনারাও গুলি চালায়।
ভারতীয়সেনাবাহিনীর এক সূত্র জানায়, কাশ্মীরের জম্মু থেকে প্রায় আড়াই শ কিলোমিটারদূরে কৃষ্ণঘাতি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলি চালায় পাকিস্তানিসেনারা। এর জবাবে তারাও গুলি চালায়। উভয় পক্ষে প্রায় আধা ঘণ্টা গোলাগুলিহয়। তবে এতে ভারতীয় পক্ষের কেউ হতাহত হয়নি।
নিউজরুম