ডিজিটাল বিজ্ঞাপন ও বাংলাদেশ

0
131
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১২ জানুয়ারী): বাংলাদেশকে ডিজিটাল বিজ্ঞাপনের সম্ভাবনাময় বাজার হিসেবে মনে করছেযুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল মিডিয়া টেকনোলজি প্ল্যাটফর্ম কমলি মিডিয়া
বাংলাদেশেআঞ্চলিক ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গতকালশুক্রবার প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন কর্মকর্তা নাভিন ইফতেখারুদ্দীনবাংলাদেশ সফরে এসেছেনকমলি মিডিয়ার সূত্রে এ তথ্য জানা গেছে
কমলিমিডিয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার দ্রুতবাড়ছেবর্তমানে ১৮ শতাংশ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছেছেবাংলাদেশেডিজিটাল বিজ্ঞাপনের বাজারও দ্রুত বাড়ছেজানা গেছে, বর্তমানে ডিজিটালবিজ্ঞাপনের বাজার প্রায় দুই হাজার কোটি টাকাপ্রতি বছর ১০ শতাংশ হারেডিজিটাল বিজ্ঞাপনের বাজার বাড়ছে
ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে পরিচিতনাম কমলি মিডিয়াপ্রতিষ্ঠানটি ইতিমধ্যে ভারতে ডিজিটাল বিজ্ঞাপনেরক্ষেত্রে সফল হয়েছেফ্রান্স, জার্মানি ও দুবাইয়ে কার্যক্রম সম্প্রসারণেরপর বাংলাদেশেও ডিজিটাল বিজ্ঞাপন নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেপ্রতিষ্ঠানটি

 

নিউজরুম

 

শেয়ার করুন