সস্তা দরের আইফোন বাজারে আনবে না- অ্যাপল

0
149
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১২ জানুয়ারী): সস্তা দামের স্মার্টফোনকে সরাসরি না করে দিয়েছে অ্যাপলস্মার্টফোনেরবাজার দখল করতে সস্তা দরের কোনো আইফোন বাজারে আনবে না অ্যাপলপ্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ফিল শিলার সম্প্রতি এ তথ্য জানিয়েছেনখবর রয়টার্সের
খবর রটেছিল, প্লাস্টিক কাঠামোর ও সাশ্রয়ীহার্ডওয়্যারযুক্ত আইফোনের একটি সস্তা সংস্করণ বাজারে আনতে পারে অ্যাপলচলতি বছরেই এ আইফোনের দেখা মিলতে পারেতবে চীনের সংবাদপত্র দ্য সাংহাইইভিনিং নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে সস্তা আইফোন বাজারে আনার খবরটিউড়িয়ে দিয়েছেন ফিল শিলার
এ প্রসঙ্গে ফিল শিলার জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে ক্ষুদ্র অংশ অ্যাপলের দখলে থাকলেও অ্যাপল মুনাফা করেবেশিতাই শুধু বাজার দখল করার জন্য সস্তা আইফোন বাজারে আনবে না অ্যাপল

 

নিউজরুম

 

শেয়ার করুন