চার কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন-প্রধানমন্ত্রী

0
148
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১২ জানুয়ারী):বাংলাদেশে চার কোটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে গেছেগতকাল জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, দেশে বর্তমানে চার কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছেনদেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়ানো হয়েছে, থ্রি জি প্রযুক্তি চালু হয়েছে
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘প্রযুক্তিতে পিছিয়ে থেকে টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব নয়তাই আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশগড়ার লক্ষ্য নির্ধারণ করিএই চার বছরে আমরা ব্যাংকিংসহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড, সেবা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি প্রতিটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করেছিসব বয়সী জনগণ এই প্রযুক্তিকে গ্রহণ করেছেআমরা প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস ও তথ্য সেবা কেন্দ্র চালু করেছিএগুলো থেকে প্রতিমাসে ৪০ লক্ষ গ্রামীণ মানুষ ই-সেবা নিচ্ছেন
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইন্টারনেটের গতি বাড়িয়েছি ও ব্যয় কমিয়েছিইন্টারনেট গ্রাহক সংখ্যা সাতগুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৪ কোটিতে উন্নীত হয়েছেবর্তমানে ১০ কোটি মোবাইল সিম বাংলাদেশে ব্যবহূত হচ্ছেথ্রি জি মোবাইল ফোন চালু হয়েছেগ্রাহকরা ভিডিও কল করাসহ উন্নত ডিজিটাল সেবা পাচ্ছেন

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন