আজীবন সম্মাননা

0
116
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১২ জানুয়ারী):কবে আমি বাহির হলেম, তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়গানটিগেয়ে শোনালেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়পুরো এক বছর পর মঞ্চে আবার গান গাইলেন, আর তা কোনো বাদ্যযন্ত্র ছাড়াইবললেন, ‘আমি তো অনেক বছর হলো গান থেকে সরে এসেছিএখন আর গাইতে পারি না
ভারতেরকলকাতায় গ্র্যান্ড ওবেরয় হোটেলের বলরুমে গত বৃহস্পতিবার রাতে অষ্টমসিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গীতশ্রী সন্ধ্যামুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা দেওয়া হয়এই সম্মাননা এবার আরও পেয়েছেনবাংলাদেশের রুনা লায়লাতাঁদের হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট, সনদ, উত্তরীয়এবং এক লাখ রুপির চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুররেজা সাগর ও সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী
গীতশ্রীসন্ধ্যা মুখোপাধ্যায়কে উপহার হিসেবে দেওয়া হয় জামদানি শাড়ি, মুক্তার মালাআর ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত কিছু অডিও সিডি এবং নাটক ও চলচ্চিত্রেরডিভিডিগীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাতে তা তুলে দেন রুনা লায়লা ওসাবিনা ইয়াসমীনঅনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুরোধে তাঁর জনপ্রিয় গানকে তুমি আমারে ডাকোগেয়ে শোনান সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন
ফরিদুররেজা সাগর বলেন, ‘অষ্টম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটিআমরা তিনটি দেশে আয়োজন করেছিশুরুতে শ্রীলঙ্কার কলম্বোতে, এবার ভারতেরকলকাতায় এবং মূল অনুষ্ঠানটি হবে বাংলাদেশে চট্টগ্রাম স্টেডিয়ামে আগামী ১৪ফেব্রুয়ারি
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটিসেলের করপোরেট কমিউনিকেশন ও জনসংযোগ বিভাগের প্রধান তসলিম আহমেদ
শুদ্ধসংগীতের বিশ্বায়নেশিরোনামে এই অনুষ্ঠান শুরু হয় ওয়ার্দা রিহাবেরনেতৃত্বে একটি দলীয় নাচ দিয়েআনন্দধারা বহিছে ভুবনেগানের সঙ্গে যৌথভাবেএই নাচের নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব ও কাজল হাজরাঅনুষ্ঠানে গানগেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও শ্রীকান্ত আচার্য
অনুষ্ঠানে আরওউপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, সংগীতশিল্পী খুরশীদ আলম, এম এ মান্নান, আকরামুল ইসলাম, সুবীর নন্দী, শাহীনসামাদ, ডালিয়া নওশীন, শাম্মী আখতার, ফাতেমা-তুজ-জোহরা, কুমার বিশ্বজি, লীনা তাপসী খান, দিনাত জাহান, গীতিকার কবির বকুলসহ অনেকেপুরো আয়োজনপরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু

 

নিউজরুম

 

শেয়ার করুন