বিনোদন ডেস্ক(১২ জানুয়ারী):সম্পূর্ণ নিজের চেষ্টা, প্রতিভা আর পরিশ্রমের মাধ্যমেই বলিউডে প্রথম সারির অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শাহরুখ খান। প্রতিটি সাফল্যের পেছনেই থাকে কঠোর পরিশ্রম—সম্প্রতি আবারও তা প্রমাণ করলেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা।একটানা ২৮ ঘণ্টা কাজের রেকর্ড গড়েছেন ‘বলিউড বাদশাহ’খ্যাত তুমুল জনপ্রিয় এ তারকা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, কোনো রকম বিরতি ছাড়াই একটানা ২৮ ঘণ্টা কাজ করতে পারেন শাহরুখ খান। সম্প্রতি মোটরগাড়ির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেই তিনি মঞ্চ পরিবেশনার মহড়া শুরু করে দেন। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রাত থেকে ভোর পর্যন্ত তিনি মহড়া দেন। সব মিলিয়ে টানা ২৮ ঘণ্টা একনাগাড়ে কাজ করেন শাহরুখ। নিঃসন্দেহে এটা একটা নতুন রেকর্ড।
প্রসঙ্গত, কিছুদিন আগে ভারতের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাত্কারে শাহরুখ জানিয়েছিলেন, অনেক দিন থেকেই অনিদ্রায় ভুগছেন তিনি। এ কারণে তাঁর জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে বলেও জানিয়েছিলেন এ ‘রা ওয়ান’ তারকা।
নিউজরুম