সালমান খানের নতুন ছবি কিক

0
161
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১২ জানুয়ারী): সালমান খানের নতুন ছবি কিক-এ কে অভিনয় করছেন? এ নিয়ে জল্পনা-কল্পনা কমহয়নিশোনা গেছে, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, অসিন, সোনাক্ষী সিনহারনামতবে শেষ পর্যন্ত টিকে আছেন দুজনদীপিকা পাড়ুকোন আর ইলিয়েনা ডি ক্রুজইলিয়েনার দাবিটা বেশ জোরালোইকিক-এর মূল তেলেগু ছবিটিতে তিনিই অভিনয়করেছিলেনতবে এগিয়ে আছেন কিন্তু দীপিকাইপ্রয়োজক সাজিদ নাদিয়াদওয়ালাকে একরকম রাজি করিয়ে ফেলেছেনশাহরুখ খান, সাইফ আলী খান, অক্ষয় কুমারদের সঙ্গেঅভিনয় করা হয়েছে তাঁরমুখিয়ে আছেন তাই সালমান খানের সঙ্গে প্রথম ছবিতেঅভিনয় করতেকিন্তু সালমান খানের ছবি বলে কথানায়িকার কাজটা বোধ হয় শুধুসুন্দর দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে

 

নিউজরুম

 

শেয়ার করুন