ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১১ জানুয়ারী):গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ড্র অনুষ্ঠিত হয়, যা এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, গত ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর আবেদন গ্রহণ করে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিডেট। আইপিওতে ২৪ কোটি টাকার বিপরীতে ৪৪৪ কোটি টাকার আবেদন জমা পড়ে।
প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।২৫০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়। মোট এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করছে এই প্রতিষ্ঠান।
২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৭১ পয়সা।
নিউজরুম