অ্যাপ্লিকেশন ডাউনলোডের

0
185
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১১ জানুয়ারী): অ্যাপলের অনলাইন স্টোর অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের সংখ্যা চারহাজার কোটি ছাড়িয়ে গেছেএ সংখ্যক অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে মাত্র চারবছরে২০১২ সালে সর্বোচ্চ দুই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছেজানুয়ারি অ্যাপল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে
এর আগে ২০১২ সালের মার্চমাসে আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের তথ্য জানিয়েছিল অ্যাপলআড়াইহাজার কোটিতম অ্যাপ্লিকেশন ডাউনলোডকারীকে এক হাজার ডলার পুরস্কার দিয়েছিলপ্রতিষ্ঠানটি
২০১১ সালের জুলাই মাসে আইফোন ৪ এস বাজারে আনার আগে অ্যাপডাউনলোডের সংখ্যা ছিল ১৫ বিলিয়ন২০০৮ সালে চালু হওয়া অ্যাপ স্টোর ২০০৯সালে এক বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছিল
অ্যাপলের দেয়া এক তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপ স্টোরে ৫০ কোটিরও বেশি সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে
চারহাজার কোটি মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে অ্যাপল কর্মকর্তা এডি কিউজানিয়েছেন, অ্যাপ স্টোরের উন্নয়নে অ্যাপল এখনও বিনিয়োগ করে যাচ্ছে এবংঅ্যাপ্লিকেশন নির্মাতাদের উন্নত ইকোসিস্টেম তৈরি করে দিতে কাজ করছেঅ্যাপ্লিকেশন নির্মাতারা অ্যাপ স্টোর থেকে ৭০০ কোটি ডলারেরও বেশি আয়করেছেন

 

নিউজরুম

 

শেয়ার করুন