ৎ‘এসার আইকনিয়া বি১’

0
142
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১১ জানুয়ারী): সাশ্রয়ী দামের ৭ ইঞ্চি মাপের একটি অ্যান্ড্রয়েড জেলি বিন-নির্ভর ট্যাবলেটবাজারে আনার ঘোষণা দিয়েছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসারগতকালবুধবার লাসভেগাসের সিইএস মেলায় এ ট্যাবলেটটি প্রদর্শন করেছেতাইওয়ান-ভিত্তিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি
এসারের এক কর্মকর্তারবরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মাত্র ৯৯ ডলারেই পাওয়া যাবে এসারের ৭ইঞ্চি মাপের ট্যাবলেটটিট্যাবলেটটির নাম এসার আইকনিয়া বি১
এসারআইকনিয়া বি১ট্যাবলেটটির ৭ ইঞ্চি মাপের ডিসপ্লেতে রয়েছে উন্নত রেজুলেশনট্যাবলেটটিতে ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ গিগাবাইট তথ্যসংরক্ষণ সুবিধা রয়েছেপাশাপাশি ট্যাবলেটটি মাইক্রোএসডি কার্ড, জিপিএস ওব্লুটুথ সমর্থন করে
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এসারের তৈরিসাশ্রয়ী ট্যাবলেটটি বর্তমানে বাজারে থাকা আমাজন কিন্ডল ফায়ার ও নেক্সাস ৭এর চেয়ে সাশ্রয়ীদক্ষিণ এশিয়ার বাজারের কথা বিবেচনা করেই এ ট্যাবলেট তৈরিকরেছে এসার

 

নিউজরুম

 

শেয়ার করুন