কলকাতার জনপ্রিয় দুই তারকা ঢাকায়

0
165
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১১ জানুয়ারী): একসঙ্গে ঢাকায় এলেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পীপ্রসেনজি ও জিজানা গেছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আমন্ত্রণেপ্রসেনজি, জিসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায়এসে পৌঁছেছেচিত্রপরিচালক গৌতম ঘোষও এই দলে আছেনআজ শুক্রবার এফডিসিতেদুই বাংলার চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদেরসঙ্গে আলোচনায় বসবেন তাঁরা
প্রথম আলোকে প্রসেনজি বলেন, ‘আগে ছবিরশুটিংসহ বিভিন্ন কাজে কয়েকবার বাংলাদেশে আসতে হয়েছেএবার এসেছি দুইদেশের চলচ্চিত্রের উন্নয়নে আলোচনা অনুষ্ঠানে অংশ নিতেকলকাতা ওবাংলাদেশের বাংলা চলচ্চিত্রকে আরও ভালোভাবে দুই বাংলায় কীভাবে তুলে ধরাযায়, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য
এফডিসির ব্যবস্থাপনা পরিচালকপীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চলচ্চিত্রেরউন্নয়নের জন্য আমাদের এ আয়োজনআশা করছি, এ ধরনের আলোচনা দুই দেশেরচলচ্চিত্রের জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত বয়ে আনবে
দুই বাংলায় সমানভাবেজনপ্রিয় বাংলাদেশের অভিনেতা ফেরদৌসপ্রসেনজিতের সঙ্গে এ বিষয়ে কথাহয়েছে তাঁরফেরদৌস বলেন, ‘দুই বাংলার চলচ্চিত্রকে নিয়ে যে উদ্যোগ নেওয়াহয়েছে, তাকে সাধুবাদ জানাইএর ফলাফল আমরা যদি ভোগ করতে না-ও পারি, পরবর্তী প্রজন্ম এ ধরনের উদ্যোগ থেকে উপকৃত হবে
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার প্রসেনজি এলেও জিতের এটি প্রথম ঢাকা সফরআলোচনা শেষে আজ বিকেলেই ঢাকা ছাড়ার কথা তাঁদের

 

নিউজরুম

 

শেয়ার করুন