গ্রামীণফোনের কনসার্টে পুতুল

0
161
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১১ জানুয়ারী): পুতুল, আপনি এখন কোথায়?
আমি এখন ময়মনসিংহেগ্রামীণফোনের আয়োজনে একটিকনসার্টে গান করতে এসেছিএখানকার সার্কিট হাউসের জিমনেসিয়াম মাঠে গানকরে রাতেই ঢাকায় ফিরব
এত তাড়াহুড়ো কিসের?
কাল (শুক্রবার) আবার এশিয়ান টেলিভিশনের একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেবএ ছাড়া এখন তো কনসার্টের মৌসুম
তার মানে ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে?
ঠিক ধরেছেনআগামী ২০ তারিখ পর্যন্ত একটি দিনও ফাঁকা নেইবেশির ভাগ দিনই শো আর বাকি দুটি দিন ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানের উপস্থাপনা
আজ তো ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা প্রচারিত হবেএটি এখন কোন পর্যায়ে আছে?
ক্লোজআপওয়ানতোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার সঙ্গে আমি প্রথম থেকেই যুক্তআছিএবারের আসরে আমরা এখন সেরা ৩৪ জনকে নিয়ে কাজ করছিআমার মনে হয়েছে, এবারের প্রতিযোগীরা প্রাতিষ্ঠানিকভাবে যেমন শিক্ষিত, গানেও তেমনভাবেপারদর্শীসত্যি কথা বলতে, এবারের প্রতিযোগীরা জেনে, বুঝে শিখে এসেছে
আপনি নিজেও তো সংগীত নিয়ে পড়াশোনা করছিলেন?
আমি এখন ইওডায় সংগীত বিষয়ে স্নাতকোত্তর করছিআর একটি সেমিস্টার বাকি
এরপর কী করবেন?
সংগীতে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছেআপাতত যদি তা না হয়, তাহলে গানই চালিয়ে যাব

 

নিউজরুম

 

শেয়ার করুন