স্পোর্টস ডেস্ক(১১ জানুয়ারী): ব্রাজিল ফুটবলের এই সময়ের যুবরাজ পেলেন ‘রাজা’র সম্মান। দক্ষিণ আমেরিকারসম্মানজনক পুরস্কার ‘রে ডেল ফুতবল ডি আমেরিকা’ বা ‘কিং অব সাউথ আমেরিকানফুটবল’ খেতাব জিতলেন নেইমার। মাত্রই কদিন আগে ফিফা-ব্যালন ডি’অরে ব্রাজিলেরএই বিস্ময়প্রতিভা হয়েছিলেন ১৩তম। ব্রাজিলের ঘরোয়া লিগে খেলেন বলে সারাবিশ্বের নজরটা সেভাবে কাড়তে পারেন না। তবে নেইমার যে দক্ষিণ আমেরিকারসেরা, সেটি আরও একবার নিশ্চিত করে দিল উরুগুয়ের ক্রীড়া দৈনিক এল পাইস-এরএই পুরস্কার।
ওই অঞ্চলের ৩০০ সাংবাদিকের ভোটে ২০১২ সালের সেরা হয়েছেন২০ বছর বয়সী তারকা। পেয়েছেন ১৯৯ ভোট। যেখানে দ্বিতীয় হওয়া পাওলোগুয়েরেরো পেয়েছেন ৫০ ভোট। তৃতীয় হওয়া লুকাস মউরা ভোট পেয়েছেন ২১টি।২০১১ সালেও এই পুরস্কার জিতেছিলেন নেইমার। সেবার পেয়েছিলেন ১৩০ ভোট। ২০১২সালে ক্যাম্পিওনাতো পলিস্তা (সাও পাওলো রাজ্যের শীর্ষ লিগ) এবং কোপালিবার্তোদোরেসের (দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ ক্লাব টুর্নামেন্ট)সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন নেইমার।
দক্ষিণ আমেরিকা জয় তো হয়েছেই।ইউরোপে আসবেন কবে? পুরস্কার জেতার পর নেইমার বলেছেন, ‘প্রত্যেকে আমাকে এইপ্রশ্নটাই করছেন। সান্তোসের সঙ্গে আমার ২০১৪ পর্যন্ত চুক্তি। আমি এখানেআমার বন্ধু ও পরিবারের সঙ্গে সুখেই আছি।’ যদিও কাতালান একটি দৈনিকে এর পরপরই ছাপা হয়েছে, নেইমার নাকি খেলতে চান মেসির সঙ্গে এক দলে। অর্থাৎ ইউরোপেএলে বার্সেলোনাই তাঁর পছন্দের গন্তব্য। নেইমারের এজেন্ট হিসেবে কাজ করাতাঁর বাবা নেইমার ডা সিলভাও জানিয়েছেন, সান্তোসের সঙ্গে চুক্তি পূর্ণ করারপরই ইউরোপ-যাত্রার কথা ভাববে তাঁর সন্তান।
ওদিকে সান্তোস সভাপতি পাওলোস্কিফ আবার পেলের উদাহরণ টেনে বলছেন, তাঁদের ইচ্ছা নেইমারকে রেখেই দেওয়ার।পেলে তাঁর ক্যারিয়ারের প্রায় পুরোটাই এই ক্লাবে খেলেছেন। তখন অবশ্য এমনটাকার ছড়াছড়ি ছিল না। স্কিফ আশাবাদী নেইমারকে ধরে রাখতে পারবেন, ‘গত ৩০বছরে ব্রাজিলের আর কোনো ক্লাব সেরা খেলোয়াড়দের ধরে রাখতে পারেনি। আমরানেইমারকে এখনো ধরে রেখেছি। বার্সেলোনা-চেলসিসহ আরও অনেক ক্লাবের প্রস্তাবফিরিয়ে দিয়েছি।’
কিন্তু মেসির মতো তারকাখ্যাতি পেতে চাইলে নেইমারকেইউরোপে আসতেই হবে। ইউরোপে না খেলে ব্যালন ডি’অর জেতাও এখন অসম্ভবেরকাছাকাছি। যদিও ব্যালন ডি’অর প্রসঙ্গে নেইমারের বক্তব্য, ‘এই পুরস্কারেরজন্য আমি মুখিয়ে নেই। আমার লক্ষ্য হলো সান্তোস ও ব্রাজিল দলকে সাহায্যকরা। সেই কাজের ফসল হিসেবে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া।’ এএফপি, ওয়েবসাইট।
নিউজরুম