ঘুমন্ত আগ্নেয়গিরি চেয়ে বেশি ভয়ংকর রোনালদো

0
150
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১১ জানুয়ারী):জ্বলন্ত আগ্নেয়গিরির চেয়ে ঘুমন্ত আগ্নেয়গিরি বেশি ভয়ংকরকখন ফুঁসে ওঠে লাভাস্রোতে চারপাশ তলিয়ে দেয় বলা মুশকিলক্রিস্টিয়ানো রোনালদো এখন প্রতিপক্ষ শিবিরের জন্য এ রকমই মূর্তিমান ত্রাসতাঁকে নিয়ে কানভারী করা নানান গুঞ্জন, সমালোচনা আর বেখবরের পাল্টা জবাব মাঠেই দেবেন বলে ঠিক করেছেনহয়তো এবার বার্তা পাঠিয়ে দিতে চান মাদ্রিদ থেকে সোয়া ছয় শ কিলোমিটার দূরের শহরটিতেওটানা চারটি ব্যালন ডিঅর নিয়ে যে শহরে হয়তো সব চলছে এখনো
অনেকক্ষণ চোখ বুজে বেয়াড়া সেল্টা ভিগোর চোখরাঙানিও সহ্য করেছেন রোনালদোদুঃসময়ের পাকে পড়ে যাওয়া রিয়ালকে দুই ঘা এই পুঁচকেও দিয়েছিলপ্রথম লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে কোপা ডেল রের প্রাক-কোয়ার্টার ফাইনাল থেকেই রাজাদের বিদায় করে দেওয়ার হুমকি দিয়েছিলপরশু সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টাকে বাস্তবের জমিনে নামিয়ে আনল রিয়ালআনলেন আসলে রোনালদোতাঁর হ্যাটট্রিকে সেল্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ২০১১ সালের স্প্যানিশ কাপ চ্যাম্পিয়নরাশেষ আটে রিয়ালের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াএই ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করেই শুরু হয়েছিল লিগে রিয়ালের খুঁড়িয়ে চলারোনালদো নিশ্চয়ই সেই কথাও ভুলে যাননি!
২০০৯ সালে স্পেনের রাজধানীতে আসার পর থেকেই রিয়ালের হূপিণ্ড হয়ে উঠেছেনতিনি হাসলে রিয়ালও হাসেতাঁর নিষপ্রভ দিনে রিয়ালও অনুজ্জ্বলআর রোনালদো জ্বলে উঠলে কী হয়, হাতেনাতে সেই পাঠ গ্রহণ করে বাড়ি ফিরল সেল্টাম্যাচের তিন মিনিটের মাথায় দারুণ এক গোলশুরুর এই ধাক্কাটাই চূর্ণ করে দিয়েছে সেল্টার আত্মবিশ্বাসের ঠুনকো দেয়ালব্যালন ডিঅরের আগের রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ এক ফ্রি-কিকে গোল করেছিলেনঠিক একই জায়গা থেকে এবার ফ্রি-কিকের মতোই বানিয়ে নিলেন রোনালদোথ্রো থেকে বল পেয়ে আলতো টোকায় সামনে খানিকটা বাড়িয়ে নিয়ে বক্সের বাইরে থেকে নিলেন কিকরক্ষণদেয়ালের ওপর দিয়ে গোলপোস্টের ডান পাশ ঘেঁষে ঢুকে গেল বলসেল্টা গোলরক্ষক আলভারেজ ফার্নান্দেজ হতভম্ব!
২৪ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটিও দারুণলুকা মডরিচের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে হাফভলি করে পাঠিয়েছেন জালে৭২ মিনিটে লাল কার্ড দেখে সার্জিও রামোস বের হয়ে গেলেও সমস্যা হয়নি রিয়ালেরবরং শেষ ৬ মিনিটে করেছে আরও দুটি গোল৮৭ মিনিটে এই মৌসুমে নিজের তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেছেন রোনালদোম্যাচটি রোনালদোময় হয়ে থাকল ৮৯ মিনিটে স্যামি খেদিরার গোলটিও বানিয়ে দিয়েছেন বলে
দুই ম্যাচ পর প্রথম একাদশে খেলেছেন ইকার ক্যাসিয়াসরোনালদোর প্রতিটি গোলের পর ক্যামেরা খুঁজে নিয়েছে তাঁকেক্যাসিয়াস প্রতিটি গোল নিজের সেই পুরোনো ভঙ্গিতে উদ্যাপন করে বুঝিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ এখন আবার সুখী পরিবারযদিও দর্শকদের একটা বড় অংশ পরশুও বিদ্রূপের সিঁটি বাজিয়েছে হোসে মরিনহোর উদ্দেশেম্যাচ শেষে রোনালদো বলেছেন, সময় এসেছে সবাইকে একজোট হওয়ার, ‘সমর্থকদের অনুরোধ করব এবার অন্তত থামুনবস্ (মরিনহো) দায়িত্বেই থাকছেন, এই বছরে আমাদের অনেক কিছু জেতারও আছেতিনিই যেহেতু দায়িত্বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাঁরসমর্থক আর খেলোয়াড়দের উচিত তাঁকে সহায়তা করাসমর্থকেরা তাদের অসন্তোষ প্রকাশ করেছেঠিক আছেকিন্তু সেটা যথেষ্ট হয়েছেএখন তাদের উচিত কোচ আর দলের পাশে এসে দাঁড়ানো

 

নিউজরুম

 

শেয়ার করুন