প্রথম চ্যাম্পিয়ন শারমিন

0
141
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১১ জানুয়ারী):জাতীয় মহিলা দাবায় প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৯ সালেএই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি পরের দুই বছরেহয়েছিলেন রানারআপ ও চতুর্থ! তবে আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরলেন শারমিন সুলতানা (শিরীন)কাল প্রতিযোগিতার শেষ খেলায় শারমিন হারিয়েছেন জাকিয়াকে১১ খেলায় সাড়ে নয় পয়েন্ট পেয়েছেন নারায়ণগঞ্জের এই দাবাড়ুনয় পয়েন্ট নিয়ে রানারআপ শামীমা আক্তার (লিজা)আট পয়েন্ট পেয়ে তৃতীয় নাজরানা খান (ইভা)কাল অন্যান্য ম্যাচে নাজরানা মলিকে এবং প্রতিভা হামিদাকে হারিয়েছেনশামীমা ড্র করেন রানী হামিদের সঙ্গে
শিরোপা জিতে দারুণ এক ভালো লাগায় আচ্ছন্ন শারমিনকেননা নিজের সাফল্যে নিজেই তিনি বিস্মিত, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি ভাবতেই পারিনি, আমি এবার চ্যাম্পিয়ন হতে পারবতবে প্রতিটি ম্যাচই ভালোভাবে খেলতে চেয়েছিলামশিরোপা জিতে শুরু করলাম নতুন বছর, সারা বছর এভাবেই খেলতে চাইআগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবাএই ফল ওই টুর্নামেন্টে আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে

 

নিউজরুম

 

শেয়ার করুন