ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ২৩ নারী-শিশু

0
276
Print Friendly, PDF & Email

যশোর (১১জানুয়ারী) : ভারতে অবৈধ ভাবে বসবাসের অভিযোগে পুলিশের হাতে আটকের পর ২ বছর কারাভোগ শেষে শুক্রবার দুপুরে ২৩ নারী-শিশু  বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। ভারতের এনজিও সংস্থা নবজীবন মহিলা শেল্টার হাউস তাদের বেনাপোল নিয়ে এসে ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে যশোর রাইটসের প্রতিনিধিরা তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

তারা হলেন- কল্পনা (২৫),আকলিমা (২১), জোহরা (২২),হাসিনা (২০), মারিনা (২৩), ফতেমা (১৮), সাজেদা বেগম (২৪), স্বপ্না (১৯), করিমন (২৭), পলি (২২), মরিয়ম (২১), রবি হাওলার (০৯), সুমনা (০৩), আফিরন (২৩), হামিদা (২৭),পারভিন (২৩),রোজিনা (২১), রাবিয়া (২৩),খাদিজা(২৫),ফাতিমা বেগম(১৮),রিনা (২১), আঁখি (১৯) ও স্বপ্না (২৩)।

তাদের বাড়ি যশোর,সাতক্ষীরা,নড়াইল,বরিশাল ও ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলে। যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, বিভিন্ন সময়ে এসব মেয়েরা সংসারে অভাব অনটনের কারণে দালালের খপ্পড়ে পড়ে ভারতের মুম্বাই শহরে যায়। সেখানে অবৈধ ভাবে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।

সেখান থেকে ভারতের এনজিও সংস্থা নবজীবন মহিলা শেল্টার হাউস এসব মেয়েদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে।

পরে তারা যশোর রাইটসকে এ ব্যাপারে জানালে রাইটসের তৎপরতায় দু-দেশের স্বরাষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা দেশে ফিরে আসে। যশোর রাইটসের শেল্টার হোম থেকে এসব মেয়েদের অবিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান।

নিউজরুম

শেয়ার করুন