ঢাকা (১১জানুয়ারী) : পাকিস্তানে একাধিক বোমা হামলায় অন্তত ১১৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৯১ জন।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কোয়েটা, উত্তর-পশ্চিমের সোয়াট উপত্যকা ও করাচির বন্দর নগরীতে এ বোমা হামলায় ঘটনা ঘটে।
কোয়েটার আলমদার রোডে বৃহস্পতিবার রাতে একটি গাড়ি বোমা ও একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১২১ জন। বৃহস্পতিবার বিকেলে কোয়েটায় আরেকটি বোমা হামলায় ১২ জন নিহত হয়। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে সোয়াতে ২২জন বোমা হামলায় ২২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে।
নিউজরুম