বগুড়া (১০জানুয়ারী) : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের লাথির আঘাতে হারেজ আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এরপর দোষী পুলিশের বিচার দাবীতে গ্রামবাসী মিছিল করে। এ ব্যাপারে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
তবে পুলিশ লাথি মারার কথা অস্বীকার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নন্দীগ্রাম থানার এএসআই প্রদীপ কুমার একজন কনস্টেবল সাথে নিয়ে গতকাল (বুধবার) দুপুর ১২টায় থানার ভাটগ্রাম ইউনিয়নের চককড়ই গ্রামে যায়। ওই গ্রামে কয়েকজন যুবককে জুয়া খেলতে দেখে তাদের ৩ জনকে আটক করে। এতে প্রতিবাদ করেন ওই গ্রামের ফকির আলীর পুত্র হারেজ আলী (৬০)। তখন এএসআই প্রদীপ হারেজের বাম পাজরে পা দিয়ে লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।
ঘটনার পর পরই প্রদীপ ও তার সহকর্মী পালিয়ে যায়। এরপর এলাকাবাসী দোষী পুলিশের বিচারের দাবীতে মিছিল সমাবেশ করে। তারা বিচারের দাবীতে লাশ নিয়ে যেতে বাধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার এসএম কাওছার, সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা উপস্থিত জনতাকে বলেন, তদন্তে যদি আঘাতে মৃত্যুর রিপোর্ট পাওয়া যায় তবে দোষী পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
নিউজরুম