শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0
150
Print Friendly, PDF & Email

 

ঢাকা (১০জানুয়ারী) : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছর পূর্তি হয়েছে গত রোববার। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে। খবর বাসসের।
২০০৯ সালে ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে প্রতি বছর সরকারের বছরপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তবে এবার তিনি ভাষণ দিচ্ছেন বর্ষপূর্তির চার দিন পর।
এর আগে সরকারের চার বছর পূর্তির দিন গত রোববার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘প্রধানমন্ত্রী ফ্লুতে আক্রান্ত হওয়ায় রোববার ভাষণ দিতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দিনের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

নিউজরুম

 

শেয়ার করুন