নীলফামারী (১০জানুয়ারী) সৈয়দপুর উপজেলায় আজ বৃহস্পতিবার প্রচণ্ড শীত পড়েছে। সেখানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। খবর ইউএনবির।
১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। বরিশালের খেপুপাড়ায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম বলেন, রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে আজ শৈত্যপ্রবাহ বয়ে যেতে থাকবে। তা আরও ২৪ ঘণ্টা থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
নিউজরুম