পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘গ্র্যান্ড এস’

0
191
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১০ জানুয়ারী): বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন তৈরি করেছে চীনের ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান জেডটিইপাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত গ্র্যান্ড এসনামের স্মার্টফোনটি ৬.৯ মিলিমিটার পুরু, ৬৯ মিলিমিটার প্রশস্ত, ১৪২মিলিমিটার লম্বাএর আগে ৭.১ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোন বাজারে এনেছিলমটোরোলাজেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে হাই-ডেফিনেশনে ভিডিওদেখা যায়এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি
৮ জানুয়ারি থেকে লাসভেগাসেশুরু হওয়া বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্যের মেলা সিইএস উপলক্ষে বিশ্বেরসবচেয়ে পাতলা এ স্মার্টফোনটি উন্মুক্ত করেছে জেডটিই
গ্র্যান্ড এসস্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর, ১.৭গিগাহার্টজ হার্ডকোর সিপিইউ, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণেরসুবিধাস্মার্টফোনটির সামনে ২ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলেরক্যামেরা রয়েছে
দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধার এ স্মার্টফোনটি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজার শিগগিরই ছাড়বে প্রতিষ্ঠানটি
অবশ্য, বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনটির দাম সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি জেডটিই

 

নিউজরুম

 

শেয়ার করুন