‘আলফার প্যাড’

0
140
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১০ জানুয়ারী): সম্প্রতি বাজারে এসেছে চীনের ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান জেটওয়েরতৈরি আলফার প্যাড৭ ইঞ্চি মাপের এলইডি পর্দার এ ট্যাবলেটটি দেশের বাজারেপাওয়া যাচ্ছে
আলফার প্যাডে থাকছে বক্সচিপ ১.৫ গিগাহার্টজ প্রসেসর, একজিবি ডিডিআরথ্রি র্যাম, আট জিবি ফ্ল্যাশ স্টোরেজ, উন্নত রেজুলেশনের ডিসপ্লেএবং সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে দুই মেগাপিক্সেল ক্যামেরা
হালকাএবং পাতলা এ ট্যাবলেটটিতে রয়েছে ইউএসবি মাউস ও কিবোর্ড ব্যবহারের সুবিধাএইচডিএমআই পোর্ট থাকায় খুব সহজেই প্রজেক্টর বা টিভিতে এইচডি মুভি ও ছবিদেখা যায়
ট্যাবলেটটির দাম পড়বে ২০ হাজার ৯৯৯ টাকা
ট্যাবলেটটি কিনলে পাওয়া যাবে এক বছরের বিক্রয়োত্তর সেবাসঙ্গে উপহার হিসেবে রয়েছে লেদার ব্যাগ ও স্ক্রিন প্রটেক্টর
বাংলাদেশের বাজারে আলফার প্যাড বিপণন করছে আর এম সিস্টেমস লি.

 

নিউজরুম

 

শেয়ার করুন