৬ কোটি লাইসেন্স বিক্রি

0
214
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১০ জানুয়ারী):গত ১০ সপ্তাহে ৬ কোটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের লাইসেন্স বিক্রি করেছে মাইক্রোসফট৮ জানুয়ারি থেকে লাসভেগাসে শুরু হওয়া সিইএস মেলায় উইন্ডোজ বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেনএক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
তামি রেলার নামের মাইক্রোসফটের এক কর্মকর্তা জানান, নভেম্বর মাস থেকে লাইসেন্স ও আপগ্রেড মিলিয়ে ৬ কোটি উইন্ডোজ ৮ বিক্রি হয়েছে
২০১২ সালের ২৬ অক্টোবর বাজারে আসে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর প্রথম মাসে ৪ কোটি উইন্ডোজ ৮ সফটওয়্যার বিক্রি হয়েছিল
মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের কর্মকর্তা তামি রেলার বলেন, উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম পাশাপাশি বিক্রি হচ্ছে এবং ধীরে হলেও উইন্ডোজ ৮ এর বিক্রি বাড়ছে
এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, বাজারে কম্পিউটার বিক্রির পরিমাণ কমে গেছেমাইক্রোসফটের নতুন সফটওয়্যার উইন্ডোজনির্ভর কম্পিউটার বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারেনি
বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৮ ১.৭৮ শতাংশ কম্পিউটারে ইনস্টল করা হয়েছেএর ব্যবহারকারীদের অধিকাংশই তাদের উইন্ডোজ সফটওয়্যারকে উইন্ডোজ ৮ এ আপগ্রেড করে নিয়েছেনবর্তমানে উইন্ডোজ ৮ ব্যবহার করছেন ১.৭২ শতাংশ ব্যবহারকারী আর ০.০৫ শতাংশ ব্যবহার করছেন উইন্ডোজ ৮ টাচ

 

নিউজরুম

 

শেয়ার করুন