ডায়ানার চরিত্রে অভিনয়

0
125
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১০ জানুয়ারী): প্রিন্সেস ডায়ানার জীবন অবলম্বনে তৈরি ছবিতে ডায়ানার চরিত্রে অভিনয় করছেননাওমি ওয়াটসআর তা করতে গিয়েই ডায়ানার কষ্ট আর একাকিত্বের অনুভূতি বুঝতেপেরেছেন তিনিওয়াটস বললেন, ‘ডায়ানার জীবনটা অসাধারণ ছিল, কিন্তু তা ছিলদুঃখে ভরাশেষও হয়েছে দুঃখজনকভাবেইগণমাধ্যমের বাড়াবাড়িতে ডায়ানা একা হয়েপড়েছিলেন আর বুঝতে পারছিলেন না কাকে বিশ্বাস করবেন
ডায়ানার চরিত্রেঅভিনয় করতে গিয়ে ওয়াটসকেও নাকি কম চাপ সামলাতে হয়নিডায়ানার মতো হাঁটা, কথা বলা, চুলের স্টাইলসবই রপ্ত করতে হয়েছে তাঁকেএকই সঙ্গে তাঁর মাতৃত্বআর মানবতাবাদী কাজগুলোও ফুটিয়ে তুলতে হয়েছেএএনআই

 

নিউজরুম

 

শেয়ার করুন