বিনোদন ডেস্ক(১০ জানুয়ারী):টেলিফোনে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে হুমকি পাওয়ার পর পুলিশি অভিযোগ দায়ের করলেন ‘জিসম ২’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রযোজক ও বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাট। ৮ জানুয়ারি বুধবার মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন ৪০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী ও নির্মাতা।
অভিযোগ দায়েরের আগে বুধবার মধ্যরাতে এক টুইটার বার্তায় পূজা লেখেন, ‘(৯১৮৩০৮৯৮৪১১১ নম্বর থেকে বারবার ফোন করা হচ্ছে আমাকে। ফোনে অজ্ঞাত এক পুরুষ আমাকে অশ্লীল ভাষায় হুমকি দিচ্ছেন। তাঁর কণ্ঠ শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি মাতাল অবস্থায় আছেন।’
পূজা আরও লেখেন, ‘কাল বিলম্ব না করে আমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন দিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশি অভিযোগ দায়েরের জন্য ১০০ নম্বরে ফোন করেছিলাম। তখন কর্কশ এক নারী কণ্ঠের আওয়াজ পেলাম। নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে বললেন তিনি। তাঁকে বোঝানোর চেষ্টা করলাম, রাত প্রায় ১টার সময় আমার পক্ষে একা একা থানায় যাওয়া সম্ভব নয়। এটা শুনে ওই ভদ্রমহিলা আমার সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করলেন।’
পূজা জানিয়েছেন, তিনি যখন টুইটার বার্তা লিখছিলেন, তখনও ক্রমাগত ফোন আসছিল (৯১৮৩০৮৯৮৪১১১ নম্বর থেকে। একই নম্বর থেকে পূজার বাবা মহেশ ভাটকেও ফোন করা হয়েছিল। এ প্রসঙ্গে বর্ষীয়ান এ চিত্র নির্মাতার ভাষ্য, ‘রাত ১২টা ৩৫ মিনিটে একই নাম্বার থেকে আমার কাছেও একবার ফোন কল আসে। আমি নিজেই ফোনটা ধরেছিলাম।’
ক্যাপশন: পূজা ভাট
নিউজরুম