মেসি একটা জিনিসই চাই- বিশ্বকাপ

0
135
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১০ জানুয়ারী): কোনো দিন যদি সত্যি সত্যি আলাদিনের সেই দৈত্যের সঙ্গে দেখা হয়ে যায়, লিওনেল মেসি একটা জিনিসই চাইবেন, বিশ্বকাপ!
তাঁর দুঃখটা তাঁর চেয়ে ভালো আর কেউ বুঝবে নাপ্রশ্নাতীতভাবে এই সময়ের সেরা খেলোয়াড়একাই ফুটবল মাঠে জাদুমন্ত্রের সম্মোহনে বশ করতে পারেন প্রতিপক্ষকেটানা চার-চারবার জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারকিন্তু মেসি বলছেন, চাই না তাঁর ব্যালন ডি’অরএকটা বিশ্বকাপ শিরোপার বদলে তিনি দিয়ে দিতে রাজি আছেন সবগুলো ব্যক্তিগত পুরস্কার!
‘বিশ্বকাপ জেতাটাই এখন বাকিসত্যি বলতে কি, হ্যাঁ, বিশ্বকাপের বদলে আমি ব্যালন ডি’অর দিয়ে দিতে রাজি আছিআমি সব সময়ই তা বলে এসেছিবিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো গৌরবের তুলনা আর কিছুতেই হয় নাআমি বার্সেলোনার পাশাপাশি নিজের দেশের হয়েও কিছু জিততে চাই, সব সময়ই বলে এসেছি এটা আমার স্বপ্ন’—বলেছেন মেসি
একবারের বেশি ফিফা বর্ষসেরা হয়েছে এমন চার খেলোয়াড়ের মধ্যে একমাত্র তাঁর হাতেই এখনো বিশ্বকাপ ট্রফিটা ওঠেনিজিনেদিন জিদান, রোনালদো, রোনালদিনহো—প্রত্যেকে বিশ্বকাপ জিতেছেনমেসি আশাবাদী, তাঁরও অপেক্ষার পালা ফুরোবেআর্জেন্টিনার সমর্থকেরাও সেই আশায় বসতি গড়ছেমেসি যে এখন আর্জেন্টিনার হয়েও খেলছেন দুর্দান্ত
গত বছর তাঁর ৯১ গোলের ১২টি ছিল আর্জেন্টিনার হয়েআকাশি-সাদা জার্সিতে এক বছরে এক ডজন গোল এর আগে করেছিলেন শুধু ‘বাতিগোল’ সার্জিও বাতিস্তুতাগত বছর দুটি হ্যাটট্রিকও করেছেন মেসি আর্জেন্টিনার হয়েবিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের সর্বোচ্চ গোলদাতাও মেসিযোগ্য অধিনায়কের মতোই নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেএই পরিবর্তনে মেসি নিজেও তৃপ্ত, ‘গত বছর দেশে আমাকে দারুণভাবে বরণ করে নেওয়া হয়েছেদেশের মানুষও এখন জাতীয় দলকে দারুণ সমর্থন দিচ্ছেঅনেক দিন হয়ে গেল এই রসায়নটা হারিয়ে গিয়েছিলবছরটা ভালোভাবে শেষ করতে পারায় আমি খুশিচারদিক থেকে সমালোচনা ধেয়ে আসা আর জাতীয় দল নিয়ে সবার ভালো ভালো কথা বলা আলাদা ব্যাপারসমালোচনা হলে খারাপ তো লাগেই
দেশের সাধারণ মানুষের দুঃখটা মেসি বোঝেন১৯৯৩ সালে কোপা আমেরিকার পর আর্জেন্টিনা যে আর বড় কিছু জেতেনিগত দুই বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়েছে জার্মানি২০১১ কোপা নিজেদের দেশে আয়োজন করেও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছে মেসির দলতবে ওই ব্যর্থতা মুছে ফেলতে যে সবাই ঐক্যবদ্ধ, মেসি জানিয়েছেন সেটাই, ‘আর্জেন্টিনার মানুষকে সেরাটা দিতে, আনন্দের উপলক্ষ এনে দিতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছিএখন আপনারা দলের সেই একতা দেখতেই পারছেনএটাই আর্জেন্টিনাকে আরও শক্তিশালী বানিয়েছেআমরা জানি, আমরা ঠিক পথেই আছিকিন্তু আমাদের একতাবদ্ধ হয়ে আরও পরিশ্রম করে যেতে হবে
আরও পরিশ্রম করার প্রেরণা সতীর্থরা মেসির কাছ থেকেই নিতে পারেনটানা চার বছর বর্ষসেরা হয়েও মেসি বলছেন, নিজেকে আরও ভালো ফুটবলার হিসেবেই গড়ে তুলতে চান, ‘এই পুরস্কার জিতলে এত গুরুত্বপূর্ণ সব মানুষ আমাকে নিয়ে কথা বলে, সত্যি ভালোই লাগেকিন্তু প্রতিবছরই আমার লক্ষ্য থাকে আরও সামনে এগিয়ে যাওয়া
এবার ফিফা ব্যালন ডি’অরটি মেসি বিশেষভাবে উসর্গ করেছেন এরিক আবিদাল ও টিটো ভিলানোভাকেবার্সায় তাঁর এই দুই সহযোদ্ধাই লড়ছেন ঘাতক ক্যানসারের বিরুদ্ধেমেসি এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পান এঁদের কাছ থেকেও

 

নিউজরুম

 

শেয়ার করুন