স্পোর্টস ডেস্ক(১০ জানুয়ারী):ভারতের অনেক সেলেবই ফেসবুকে সক্রিয়। কিন্তু সন্দেহাতীতভাবে শচীন টেন্ডুলকারই এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সবচেয়ে বেশি অনুসৃত ভারতীয় সেলেব্রেটির নাম। ফেসবুকে ভারতীয় ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তির অনুসারীর সংখ্যা ইতিমধ্যেই ৯০ লাখ অতিক্রম করেছে।
অনুসারীর সংখ্যার এই রেকর্ড ছাড়িয়ে যাওয়া অবশ্য শচীন টেন্ডুলকারকে যারপরনাই ছুঁয়ে গেছে। তিনি ব্যাপারটিকে ‘৯০ লাখ শুভেচ্ছা’ হিসেবে অভিহিত করেছেন তাঁর ফেসবুক পেজে।
নিজের ফেসবুক পেজে শচীন লিখেছেন, ৯০ লাখ অনুসারীর এ ব্যাপারটি তাঁকে ছুঁয়ে গেছে। তিনি বলেছেন, ‘সত্যিই এতে নিজেকে বিশেষ কিছু মনে হচ্ছে।’
সারা বিশ্বে অসম্ভব জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অবশ্য শচীন টেন্ডুলকার বেশি দিন হয়নি যোগ দিয়েছেন। গত সেপ্টেম্বরে শচীন ফেসবুকে যোগ দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাঁর ওই অ্যাকাউন্টটিতে ‘লাইক’ সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। একটি বিশেষ ভিডিও বার্তা পেজে তুলে ভক্তদের ফেসবুকে নিজের উপস্থিতির কথা জানিয়েছিলেন শচীন টেন্ডুলকার।
ভিডিও বার্তাটিতে শচীন বলেছিলেন, ‘আমার ফেসবুকে সবাইকে স্বাগত জানাই। ছোটবেলায় আমি সব সময় ভারতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতাম। আমি ২২ বছর ধরে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হওয়ার স্বপ্নের পেছনে ছুটেছি। এখন আমি সবকিছুই পেয়েছি।আপনাদের সহায়তা ও সমর্থন ছাড়া আমার এ স্বপ্নগুলো হয়তো কখনোই পূরণ হতো না।’
তিনি তাঁর ফেসবুক পেজটিকে নিজের অভিজ্ঞতা বিনিময়ের জায়গা হিসেবে অভিহিত করেছিলেন।
‘সেভেন ত্রি রকারস’ নামের একটি বেসরকারি সংস্থা তাঁর ফেসবুক পেজটির দায়িত্বে আছে। এতে তিনি তাঁর জন্ম থেকে শুরু করে ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন দিক ও বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এ ছাড়া তাঁর ক্যারিয়ার ও পারিবারিক বিভিন্ন ছবি ফেসবুক পেজটিকে করেছে দারুণ আকর্ষণীয়।
নিউজরুম