ঢাকা (১০জানুয়ারী) বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাম রাজনীতিক নির্মল সেনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে নির্মল সেনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকের অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও বিশ্ববিদ্যালয়ের বেসিক চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. রহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, প্রক্টর অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. সায়েদুর রহমান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক (মানব সম্পদ উন্নয়ন) ডা. জামাল উদ্দিন খলিফা, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. আসাদুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মিসবাহ উদ্দিন, পরিচালক (অর্থ ও হিসাব) মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া প্রমুখ।
শ্রদ্ধা জানানো শেষে নির্মল সেনের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন নির্মল সেনের ভাতিজা কংকন সেন।
উল্লেখ্য, মারা যাওয়ার আগে নির্মল সেন তার তার দেহ চিকিৎসকদের গবেষণার জন্য হাসপাতালে দান করে যান।
নিউজরুম