ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হলেন শহীদুল হক

0
206
Print Friendly, PDF & Email

ঢাকা (১০জানুয়ারী) : পেশাদার কূটনীতিক মো. শহীদুল হককে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন শহীদুল। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি লন্ডন, জেনেভা ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন।
২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কর্মরত ছিলেন শহীদুল হক। ওই সময়ে তিনি ঢাকায় দক্ষিণ এশিয়ার এবং মিশরে আইওএম আফ্রিকার আঞ্চলিক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জেনেভায় আইওএমের সদর দপ্তরে বহির্সম্পর্ক ও আন্তর্জাতিক অভিবাসন শাখায় পরিচালক পদে কাজ করেছেন।

নিউজরুম

শেয়ার করুন