সিংড়া (নাটোর ) প্রতিনিধি:
তীব্র শীত ও মৃদু শৈত্যপ্রবাহে সিংড়া উপজেলাসহ চলনবিলের লক্ষাধিক কৃষক ও শ্রমিকের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিনের হাড় কাঁপানো শীতে চলনবিলের কৃষক ও শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে পড়ায় বোরো ধান চাষাবাদ বাধাগ্রস্থ হচ্ছে। অপরদিকে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
প্রচন্ড শীত ও শৈত্যপ্রবাহে এলাকাবাসির দুর্ভোগ বেড়েই চলেছে । বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সর্দি কাশি, শ্বাসকষ্ট, এ্যাজমা, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এপর্যন্ত সিংড়া উপজেলাসহ চলনবিল এলাকায় প্রায় শতাধিক শিশু ও বৃদ্ধরা এসব রোগে ভূগছে। বন্ধ হয়ে গেছে দিনে এনে দিনে খাওয়া রিকসা, ভ্যান চালক ও শ্রমিকদের আয়। শৈত্যপ্রবাহের কারণে কৃষকের বোরো ধান রোপনে শ্রমিক সংকট সৃষ্টি হয়েছে। এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে শীতে ভীষণ কষ্ট ভোগ করছে। তারা কনকনে শীতে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে সন্ধ্যার পর পরই এলাকার পথঘাট, হাট-বাজারগুলো জনশূন্য হয়ে পড়ছে। শীতের কারণে কাজে যেতে না পেরে মানবেতর জীবন যাপন করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। দরিদ্র ও ছিন্নমূল মানুষের অভিযোগ জন প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন শীতবস্ত্র এলাকায় বিতরণ করা হয়নি।
এবিষয়ে ৯ন¤^র তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, তার ইউনিয়নে হাজারও হতদরিদ্র রয়েছে কিন্তু তিনি মাত্র ৫টি ক¤^ল বরাদ্দ পাওয়ায় তা উত্তোলন করেন নি।
সাইফুল ইসলাম
সিংড়া (নাটোর ) প্রতিনিধি