নন্দীগ্রামে চূড়াš— ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
242
Print Friendly, PDF & Email

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজার যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে গত মঙ্গলবার চূড়াš— ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়এরপর  হাটকড়ই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান শামছুর রহমানের সভাপতিত্বে ফুটবল প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪আসনের এমপি ইঞ্জিনিয়ার মো¯—ফা আলী মুকুলবিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার আসিব আহসান, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ রাফি পান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান বিপ¬ব রহিম, শ্রাবণী আখতার বানু, ভাটরা ইউপি চেয়ারম্যান এসএম তৌফিকুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ প্রমূখঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটকড়ই বাজার যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কাবিল উদ্দিন, সাধারন সম্পাদক নূরে আলম, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান প্রমূখউক্ত চুড়াš— ফুটবল প্রতিযোগীতায় হাটধুমা একাদশকে ০-২গোলে হারিয়ে আক্কেলপুর একাদশ বিজয়ী হয়েছেমোঃ নজরল ইসলাম,নন্দীগ্রাম,বগুড়া

 

শেয়ার করুন