পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মিঠু ও সাধারন সম্পাদক আরিফ

0
455
Print Friendly, PDF & Email

ডেক্স রিপোর্ট:

 

পিরোজপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন সোমবার সকালে ক্লাব মিলনায়াতনে সম্পন্ন হয়েছে নির্বাচনে সভাপতি পদে শফিউল হক মিঠু ( জনকণ্ঠ ) ,সাধারন সম্পাদক পদে আরিফ মোস্তফা ( প্রথম আলো) নির্বাচিত হয়েছেনঅন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি  মির্জা জহুরল হক (দৈনিক পিরোজপুরের কথা),দেলোয়ার হোসেন( নয়াদিগন্ত) , সহ সাধারন  সম্পাদক হাসান মামুন (¯^াধীন মত/ পরিবর্তন), যুগ্ম সম্পাদক এস.এম তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন/বাংলাভিশন) , দপ্তর সম্পাদক অভিজি মন্ডল (যায়যায়দিন /একাত্তর টিভি),সাহিত্য সম্পাদক মাহফুজ আহমাদ ( আমাদের অর্থনীতি), তথ্য প্রযুক্তি ও গবেষনা সম্পাদক হাসিবুল ইসলাম হাসান  ( নতুন দিন / শাহানামা  ),কোষাধ্যখালেদ সহিদুর রহমান মিঠু (পিরোজপুরের কথা),নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ( দৈনিক খবর) ,এস এম পারভেজ ( যুগান্তর /বিটিভি) ,জহিরল হক টিটু ( ইনকিলাব /নিউনেশন ), ),মোঃ খেলাফত হোসেন খসর“ (ফিনান্সিয়াল এক্সপ্রেস),ওয়াহিদ হাসান বাবু ( পিরোজপুরের খবর) ,মাহমুদুর রহমান মাসুদ (মানবজমিন) , মাকসুদা আক্তার (বৈশাখী টিভি / মানক কণ্ঠ)বার্ষিক সাধারন সভায় প্রেসক্লাব সভাপতি এম.এ রব্বানী ফিরোজ  সভাপতিত্ব করেন

 

 

 

নিউজ রুম

 

শেয়ার করুন