১.৬৬ কোটি রুপি কর ফাঁকি দিয়েছেন অমিতাভ

0
169
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক( জানুয়ারী): আয়কর বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ৮ জানুয়ারি বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালতআয়কর বিভাগ দাবি করেছে, ২০০২-০৩ সালে ১.৬৬ কোটি ভারতীয় রুপি কর ফাঁকি দিয়েছেন অমিতাভ
২০০২-০৩ সালে ভুল আয়কর বিবরণী দাখিলের অভিযোগে এর আগেও অমিতাভের বিরুদ্ধে আদালতে আপিল করেছিল আয়কর বিভাগকিন্তু গত বছরের জুলাইয়ে বোম্বে উচ্চ আদালত সেই আপিল খারিজ করে অমিতাভকে নির্দোষ ঘোষণা করেনপরে সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে আয়কর বিভাগসম্প্রতি আবারও অমিতাভকে ২০০২-০৩ সালের সঠিক আয়কর বিবরণী জমা দিতে বলা হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে
এর পেছনের কারণ সম্পর্কে বলা হয়েছে, ২০০২-০৩ সালে দাখিল করা আয়কর বিবরণীতে ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন অমিতাভঅথচ তাঁর মোট সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন