ছয় শত পাখি হত্যা

0
155
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(৯ জানুয়ারী): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিষ দিয়ে এক রাতে ছয় শতাধিক পাখি হত্যার খবরপাওয়া গেছেএর মধ্যে পরিযায়ী পাখিও রয়েছেএক মাস ধরে পরিযায়ী পাখিহত্যাযজ্ঞ চলছে বলে জানা গেছে
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শীত মৌসুমেবাঘাইছড়ির বিভিন্ন বিলে পরিযায়ী পাখি আসেছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্নপ্রাকৃতিক খাদ্য খেতে দল বেঁধে আসছে পাতি হাঁস, সরালি হাঁস, পানকৌড়ি, বকসহনানা প্রজাতির পাখিপ্রাকৃতিক খাদ্যের সঙ্গে মাছ ও ধানে বিষ মিশিয়ে ফেলেরাখা হয়সেই বিষ খেয়ে শত শত পাখি মারা যাচ্ছেএসব পাখি বিভিন্ন হোটেল ওগ্রামের দোকানগুলোতে অবাধে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে
শিকারি ওবিলের পার্শ্ববর্তী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের শুরুতেইবাঘাইছড়ি, খেদারমারা, আমতলী ও সারোয়াতলী ইউনিয়নের ছোট-বড় সাত-আটটি বিলেপরিযায়ী পাখির আগমন ঘটেএদের কলকাকলিতে এসব বিল মুখরিত হয়ে ওঠেএ সুযোগে৫০-৬৬ জন শিকারি পাখি ধরতে তপর হয়ে ওঠেগত সোমবার রাতে এসব বিলে ছয়শতাধিক অতিথি পাখি বিষ দিয়ে হত্যা করা হয়েছেএ ছাড়া, গত ডিসেম্বর মাসেরপ্রথম সপ্তাহ থেকে বিষ দিয়ে অতিথি পাখি হত্যা চলছে
গতকাল মঙ্গলবারকয়েকটি বিল ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকায় মৃত অতিথি পাখি ভাসছেমৃতপাখিগুলো তুলে নিচ্ছে শিকারিরাবিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিষমাখানো ধান ও মলা মাছ
লাল্যাঘোনা গ্রামের শিকারি বিদ্যু রত্ন চাকমাজানান, সোমবার রাতে ছয় শতাধিক বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি বিষ দিয়ে হত্যাকরা হয়েছেপাতি হাঁস ৬০ টাকা, বক ও পানকৌড়ি ৪০ টাকা করে বিক্রি হয়এক মাসধরে এভাবে বিষ দিয়ে অতিথি পাখি হত্যা করা হচ্ছেএখানে ৫০-৬০ জন শিকারিপাখি হত্যা করে
বাঘাইছড়ির বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা মো. আবদুলসাত্তার বলেন, ‘পরিযায়ী পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধবিভিন্ন বিলে অতিথিপাখি শিকার করা হচ্ছেআমরা যাওয়ার পর শিকারিরা পালিয়ে যায়এলাকাবাসীরসহযোগিতা পেলে শিকারিদের ধরা সম্ভব হবে
বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, পরিযায়ী পাখি হত্যা বিষয়েথানায় কেউ অভিযোগ নিয়ে আসেননিঅভিযোগ পেলে শিকারিদের ধরে আইনানুগ ব্যবস্থানেওয়া হবে
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি ও বাংলাদেশপ্রাণীবিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল প্রথম আলোকে বলেন, পরিযায়ী পাখিরাপরিবেশের ভারসাম্য রক্ষা করেতাদের আগমনে বিলের জমিগুলোতে উর্বরতা শক্তিবৃদ্ধি পায়সম্প্রতি পরিযায়ী পাখি হত্যা বাড়ছে
এসব রোধ করতে হলে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে

 

নিউজরুম

 

শেয়ার করুন